জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২১, ২০২২ | ৫:০০
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২১, ২০২২ | ৫:০০
Link Copied!
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা

ওমানের ৫২তম জাতীয় দিবসের ছুটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। গত কয়েকদিনে ওমানের ট্রাভেল এজেন্টরা দেশের ভেতর এবং বাইরে থেকে ব্যাপক মানুষের সাড়া পাচ্ছেন বলে জানা গেছে। এই বছর ওমানের সাধারণ অবকাশকালীন জায়গাগুলোতেই প্রচণ্ড ভিড় হচ্ছে। আবার ওমানের বাইরে যেসব দেশে ভিসার প্রয়োজন হয় না সেসব স্থানেও যাচ্ছেন সাধারণ মানুষ। ওমানে জাতীয় দিবস উপলক্ষে আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলেই চারদিনের লম্বা ছুটি মিলবে টানা।

ট্রাভেল অপারেটরদের মতে, দেশের অভ্যন্তরে আসন্ন জাতীয় দিবসের ছুটিতে ভ্রমণের জন্য সেরা জায়গাগুলোর মধ্যে কয়েকটি হলো নিজওয়া, জাবাল আখদার, সুর, মাসিরাহ দ্বীপপুঞ্জ, জাবাল শামস এবং রাস আল জিঞ্জ। মাজান ইন্টারন্যাশনাল এজেন্সিজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সহকারী ব্যবস্থাপক আসলাম সালিম বলেন, ছুটির দিন, অভ্যন্তরীণ পর্যটনের জন্য ওমানি এবং প্রবাসী উভয়ের কাছ থেকে ভাল সাড়া পাওয়া যাবে বলে আমি বিশ্বাসী।

তিনি বলেন, ‘ছোট ছোট ছুটির দিনগুলোতে মানুষ দ্রুত বিরতির জন্য নিকটবর্তী স্থানে ছুটে যায় এবং পরিবারের সঙ্গে কিছু মানসম্পন্ন সময় কাটায়। এবার ওমানের অভ্যন্তরের বেশির ভাগ চাহিদা নিজওয়া, জাবাল আখদার ও জাবাল শামসের জন্য। আমরা মরুভূমির অ্যাডভেঞ্চার এবং ক্যাম্পিংয়ের জন্য একটি উল্লেখযোগ্য সংখ্যক বুকিংও করেছি। অনেক লোক সুর এবং রাস আল জিঞ্জেও ভ্রমণ করছে। মানুষ আল আশখারা এবং মাসিরার মতো বিকল্পগুলিও খুঁজছে।

বিজ্ঞাপন

ট্রাভেল পয়েন্টের জেনারেল ম্যানেজার ফৈয়াজ খান জানান, দুই বছর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায়, ওমানে অবসর পর্যটন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ রয়েছে। সুতরাং কাতারের জন্যও আমাদের অনেক সম্ভাবনা আছে ।
তিনি আরও বলেন, “জাতীয় দিবসের ছুটির জন্য অভ্যন্তরীণ এবং বাইরে উভয় ভ্রমণের জন্য আমাদের কাছে বেশ কয়েকটি অনুসন্ধান ছিল। মানুষ অধীর আগ্রহে তারিখগুলি ঘোষণার জন্য অপেক্ষা করছিল এবং এখন বুকিং করছে।

আকবর ট্রাভেলসের হলিডে ইন-চার্জ রশিদ ফজল জানান, প্রায়শই এই ধরনের সংক্ষিপ্ত ছুটির জন্য শেষ মুহুর্তের ভ্রমণের পরিকল্পনা করা হয়। এ কারণেই মানুষ এমন গন্তব্যগুলি পছন্দ করে যেখানে অন অ্যারাইভাল ভিসার প্রয়োজন। তাই থাইল্যান্ড আমাদের গ্রাহকদের জন্য শীর্ষ পছন্দগুলির মধ্যে একটি। অন্যান্য জনপ্রিয় গন্তব্য হচ্ছে জর্জিয়া এবং আজারবাইজান।
তিনি আরও বলেন যে, স্থানীয়ভাবে, ছুটির দিনগুলি মরুভূমি সাফারি এবং ওয়াদি শাব এবং জাবাল সিফাহ-এর মতো গন্তব্যগুলিতে আগ্রহী মানুষ। প্রবাসীরা ছাড়াও, আমরা ইউরোপীয় পর্যটকদের কাছ থেকে স্থানীয় ভ্রমণের জন্য ভাল প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে ওমানে রয়েছে।


আরো পড়ুন:

বিজ্ঞাপন

ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে

ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান

কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি

প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ

ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান

আরো দেখুনঃ

সংশ্লিষ্ট আরও খবর:

শীর্ষ সংবাদ:
প্রতারণা মামলায় ২ বছরের কারাদণ্ড পেলেন হেলেনা জাহাঙ্গীর ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫২২ ইরানের প্রেসিডেন্টকে যে জন্য আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ প্রবাসীর ৫৯ লাখ টাকা আত্মসাৎ করে হত্যার হুমকি চেয়ারম্যানের গতি ফিরছে প্রবাসী আয়ে, বাড়ছে রেমিট্যান্স দুবাই প্রবাসী আরাভ খানের ২০ স্ত্রী! মাইলফলক ছুঁতে যাচ্ছে ওমানের জনসংখ্যা বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় মাস্কাট বাংলাদেশ থেকে উচ্চ বেতনে কর্মী নেবে দক্ষিণ কোরিয়া ওমানে ভারী বৃষ্টির পূর্বাভাষ, সবাইকে সতর্ক থাকার আহ্বান সৌদিতে কঠোর অভিযান, এক সপ্তাহে প্রায় ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার ওমানে অসহায় জেল বন্দীদের জন্য ভিন্ন ধর্মী উদ্যোগ মুক্তিপণ না পেয়ে প্রবাসীর মেয়েকে ধর্ষণের পর হত্যা মধ্যপ্রাচ্যে বাড়ছে চট্টগ্রামের সবজির চাহিদা ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে জাহাজডুবি, ফরিদপুরের ৩০ জনের মৃত্যু ওমানে নিখোঁজ এক বাংলাদেশি প্রবাসী, সন্ধান চায় পরিবার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন হিরো আলম ৮২ হাজার শ্রমিক নেবে ইতালি, আবেদন চলতি মাসেই ই-পাসপোর্ট নিয়ে কুয়েত প্রবাসীদের জন্য সুখবর