দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো লিবিয়া

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২২ | ১:২৯
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২২ | ১:২৯
Link Copied!
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো লিবিয়া

দুই শতাধিক অবৈধ  অভিবাসনপ্রত্যাশীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে লিবিয়া। বৃহস্পতিবার দেশটির স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো অভিবাসপ্রত্যাশীদের মধ্যে একশ’ পাঁচ জন মিশরের, একশ’ একজন শাদের এবং ২০ জন সুদানের নাগরিক বলে জানা গেছে।

 

এ তিনটি দেশেরই লিবিয়ার সঙ্গে স্থল সীমানা রয়েছে। ত্রিপলি থেকে তাদের গাড়িতে করে এই তিন দেশের সীমান্তে নিয়ে যাওয়া হয়। ফেরত পাঠানোর সময় দেশগুলোর দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফ্রিকার এই চার দেশের মধ্যে রাজনৈতিক নানা বিষয়ে মতনৈক্য থাকলেও এই অভিবাসনপ্রত্যাশীদের প্রত্যাবাসন বিষয়ে তারা একমত হয়।

বিজ্ঞাপন

 

আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে যাত্রার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমায়। সেখান থেকে তারা নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে রওয়ানা হয়। এই অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই সাহারা মরুভূমি সংলগ্ন দক্ষিণ সীমান্ত দিয়ে লিবিয়ায় প্রবেশ করে। অভিবাসনপ্রত্যাশীদের প্রতিনিয়ত এমন আগমনে চাপের মুখে রয়েছে লিবিয়া। দেশটির পুলিশের একজন মুখপাত্র আহমাদ আবু ক্রা জানান, লিবায়ার আশ্রয়কেন্দ্রগুলো এরই মধ্যেই জনাকীর্ণ হয়ে গেছে।

 

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘদিন ধরেই অভিবাসনপ্রত্যাশীদের প্রতি লিবিয়ার নিরাপত্তারক্ষীদের আচরণের নিন্দা করছে মানবাধিকার সংগঠনগুলো। আশ্রয়কেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয় এমন অভিযোগ তাদের। এছাড়া দেশটিতে বিভিন্ন সময়ে মানবপাচারকারীদের হাতেও অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতিত হওয়ার খবর পাওয়া যায়।

সংশ্লিষ্ট আরও খবর:

শীর্ষ সংবাদ:
পরীক্ষার কথা বলে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, গ্রেফতার ১৪ দালাল রেড অ্যালার্টের পর পলাতক আরাভ খান! মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর স্বর্ণের দুলের লোভে প্রবাসীর মেয়েকে হত্যা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আরব দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে ওমান প্রবাসীদের জন্য সু সংবাদ দিলো ওমান ওমানে ৪০০ রিয়াল হচ্ছে নুন্যতম মজুরি ওমানে আসছে নতুন আইন আরাভ খানের নামে ‘রেড নোটিশ’, দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা জারী ওমান আসছেন জাকির নায়েক, টিকিট ছাড়াই মিলবে বক্তৃতা দেখার সুযোগ প্রতারণা মামলায় ২ বছরের কারাদণ্ড পেলেন হেলেনা জাহাঙ্গীর ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫২২ ইরানের প্রেসিডেন্টকে যে জন্য আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ প্রবাসীর ৫৯ লাখ টাকা আত্মসাৎ করে হত্যার হুমকি চেয়ারম্যানের গতি ফিরছে প্রবাসী আয়ে, বাড়ছে রেমিট্যান্স দুবাই প্রবাসী আরাভ খানের ২০ স্ত্রী! মাইলফলক ছুঁতে যাচ্ছে ওমানের জনসংখ্যা বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় মাস্কাট